EIIN : 107658; College Code : C.B-0091, NU-4204

নোয়াখালী সরকারি মহিলা কলেজ

Noakhali Govt. Mohila College

img02

Noakhali Govt. Mohila College

Rules & Regulations

১. ডায়রি প্রত্যহ স্কুলে আনতে হবে এবং প্রতি ঘন্টায় কার্যক্রম সংক্ষেপে লিখে আনতে হবে।

২. ২য় শেণী পর্যন্ত পেন্সিল ব্যবহার করা যাবে। ৩য় শ্রেণী থেকে কলম ব্যবহার করতে হবে। 
৩. খাতায় প্রতি পৃষ্ঠায় পুরোপুরি লিখতে হবে। 
৪. ঘন্টায় পড়ার সাথে সাথে রাফ খাতা ডানে এবং ঐ ঘন্টার বই টেবিলের উপর বামে রেখে ডান হাতে কলম নিয়ে সাথে সাথে পাঠ গ্রহণের জন্য প্রস্থুত থাকতে হবে।
৫. ডায়েরিতে দিনের বা বছরের উল্লেখযোগ্য ঘটনা, বইয়ের পড়া, লেখকের আকর্ষণীয় উক্তি, কবিতা ভাল লাগা চরণ বা স্তবক লিখে রাখা যেতে পারে।
৬. সংক্ষেপে নিজের 'রোজনামচা' লিখেরর অভ্যাস করা যেতে পারে। 
৭. ভারী, লম্বা এবং স্টীলের স্কেল ক্লাসে আনা নিষেদ্ধ।
৮. যে কোন অবেদনপত্র ( তৃতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ) নিজে হাতে লিখে অভিভাবকের স্বাক্ষর নিয়ে শ্রেণীশিক্ষকের মাধ্যমে অধ্যক্ষের অফিসে পৌঁছাতে হবে। অন্যের লেখা দরখাস্ত গ্রহণ করা যাবে না।